বৃহস্পতিবার দিনাজপুর শহরের সুইহারী শিক্ষা নিকেতন স্কুলের হলরুমে বাংলাদেশ জাতীয় যহ্মা নিরোধ সমিতি (নাটাব) দিনাজপুর জেলা শাখার আয়োজনে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ দিনাজপুর জেলা শাখার সদস্যদের নিয়ে “যহ্মা রোগ প্রতিরোধে পুরোহিত সমাজে ও সুশীল সমাজের করণীয়” শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্রাহ্মন সংসদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে মত বিনিময় সভায় উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ যহ্মা নিরোধ সমিতি (নাটাব) দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। স্বাগত বক্তব্য রাখেন নাটাব দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক কাশী কুমার দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিতলাস্থ টিবি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডাঃ সঞ্চিতা রানী দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মন সংসদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মৃত্যুঞ্জয় ব্যানার্জী ও সাংগঠনিক সম্পাদক সনৎ চক্রবর্তী লিটু। মুক্ত আলোচনা করেন উপস্থিত পুরহিত সুধীর চক্রবর্তী, বিজয় কৃষ্ণ চক্রবর্তী, প্রশান্ত রায় চৌধুরী জুন, দিবাকর ভট্টাচার্য। প্রধান অতিথি ডাঃ সঞ্চিতা রানী দাস বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে যহ্মা নির্মুল করতে পুরহিত সমাজের যথেষ্ট ভুমিকা থাকবে। মনে রাখবেন এক নাগারে দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি যহ্মার প্রধান লক্ষন। এব্যাপারে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করতে হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাটাব রংপুর বিভাগের আঞ্চলিক প্রতিনিধি মোঃ কাওছার উদ্দিন।