ঐতিহ্যবাহী বৈশাখী মেলার উদ্বোধনে আবু তৈয়ব আলী দুলাল
আবহমান বাঙালীর সংস্কৃতিকে আরোও বেশী
বেশী করে লালন ও ধারণ করতে হবে
দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেছেন, আবহমান বাঙালীর সংস্কৃতিকে আরোও বেশী বেশী করে লালন ও ধারণ করতে হবে। এতে আমাদের প্রজন্মরা বাংলা সংস্কৃতিতে নিজেদের সম্পৃক্ত করতে পারবে এবং তাদের মাঝে দেশপ্রেম সৃষ্টি হবে। পাশাপাশি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ ধরনের বাঙালী উৎসবগুলো যথেষ্ট অবদান রাখবে।
বৃহস্পতিবার দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে ৭দিন ব্যাপী বৈশাখী মেলা-১৪৩১ উদ্বোধণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
বৈশাখী মেলা-১৪৩১ উদযাপন কমিটির আহবায়ক মোঃ শফিকুল হক ছুটুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব সুলতান কামাল উদ্দীন বাচ্চু। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, যুগ্ম সদস্য সচিব কামরুল হুদা হেলাল, দিনাজপুর নাট্য সমিতির সহ-সাধারণ সম্পাদক রবিউল আউয়াল খোকা, কমিটির রাজিউদ্দীন চৌধুরী ডাবিøউ, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, সদস্য প্রদীপ ঘোষ, সনদ চক্রবর্তী লিটু, শেখ সগীর আহমেদ কমল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রভাষক হারুন-উর-রশিদ। দ্বিতীয় পর্বে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠী দিনাজপুর জেলা সংসদের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে লোকসংগীত পরিবেশিত হয়।