বোদা(পঞ্চগড়)প্রতিনিধি\ পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি বৃদ্ধির লক্ষে সন্তুষ্ট আইইউডি ও ইমপ্লান্ট গ্রহীতা অবহিতকরণ কর্মশালা বৃহস্পতিবার দিন ব্যাপি পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত হয়। ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহায়তায়,পঞ্চগড় পরিবার পরিকল্পনা বিভাগ এই কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের,রংপুর বিভাগের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল ।
পঞ্চগড় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক আবু তাহের মো.সানাউল্লাহ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য পঞ্চগড় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক সবুজ রায়,বোদা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে সানজিদা সুলতানা,সাকোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম ও ডা.রহমতুল্লাহ। কর্মশালায় আইইউডি ও ইমপ্ল্যান্ট সন্তুষ্ট সুবিধা ভোগী,স্বাস্থ্য কর্মী,জনপ্রতিনিধি ও সমাজসেবকগণ অংশ নেন। পরে সেরা উত্তরদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।