মঙ্গলবার , ৭ মে ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে কাজ শেষ হওয়ার ২০ মাসেও বিল পায়নি ঠিকাদার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ৭, ২০২৪ ৯:৫৯ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় অগভীর নলকূপ স্থাপন করে ২০ মাসেও বিলের টাকা পাচ্ছেন না রবিউল ইসলাম চানু নামে এক ঠিকাদার। যথাযথভাবে গুণগত মান বজায় রেখে কাজ সফল হওয়ার প্রত্যয়ন দেয়ার পরও বরাদ্দ না পাওয়ায় বিল দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পঞ্চগড় পৌরসভা। নির্ধারিত সময়ের আগেই বিল দাখিল করলেও দীর্ঘ ২০ মাস জনস্বাস্থ্য প্রকৌশল অফিস আর পৌরসভা কার্যালয়ে ঘুরছেন ওই ঠিকাদার।
জানা গেছে, পঞ্চগড় পৌরসভা ২০২০-২০২১ অর্থবছরে ৩৭ জেলা শহরে অগভীর নলকূপ স্থাপন প্রকল্পের আওতায় ১২ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে ৫০টি অগভীর নলকূপ স্থাপনের জন্য ২০২১ সালের ২৩ ডিসেম্বর দরপত্র আহবান করে। ই-জিপি দরপত্রে অংশ নেয়া মেসার্স রাইসা এন্টাপ্রাইজের প্রোপ্রাইটার মো. রবিউল ইসলাম চানুকে পৌরসভার মেয়র ২০২২ সালের ৬ মার্চ ঠিকাদার হিসেবে নির্বাচিত করে কার্যাদেশ প্রদান করেন। কাজের সময়সীমা ২০২২ সালের ৯ সেপ্টেম্বর নির্ধারিত থাকলেও নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করে একই সালের ১ সেপ্টেম্বর বিল দাখিল করেন তিনি। পঞ্চগড় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কাজের গুণগতমান সঠিক পাওয়া যায় মর্মে পৌরসভার মেয়র ও নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেন। পঞ্চগড় পৌরসভার মেয়র ২০২৩ সালের ১৮ জুন এক পত্রে গুণগত মান ঠিক রেখে কাজটি সফলভাবে শেষ করায় এবং সরজমিন পরিদর্শন করে গুণগতমান সঠিক পাওয়া যায় মর্মে চুক্তিমূল্য ১২ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দের জন্য আবেদন করেন। কিন্তু দীর্ঘদিনেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৩৭ জেলা শহরের পানি সরবরাহ প্রকল্পের প্রকল্প পরিচালকের দপ্তর থেকে কোন বরাদ্দ প্রদান করা হয়নি। প্রকল্প পরিচালক নূর আহাম্মদ ২০২২ সালের ২০ জুন এক পত্রে ১২ লাখ ৬৪ হাজার আটশ টাকা বরাদ্দের একটি চিঠি পঞ্চগড় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে দেন। তবে ওই বরাদ্দপত্রটি ২০২২ সালের ২৮ জুন ৮টা ২৫ মিনিটে অনলাইনে পাঠানো হয় এবং ১১ টা ৫৯ মিনিটে বন্ধ করে দেয়া হয়। ফলে ঠিকাদারকে বিল প্রদান করা সম্ভব হয়নি।
মো. রবিউল ইসলাম চানু অভিযোগ করে বলেন, যথাযথভাবে গুণগত মান বজায় রেখে কাজটি সফলভাবে শেষ করে নির্ধারিত সময়ের আগেই বিল দাখিল করেছি। কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার কার্যকর উদ্যোগের অভাবে বিল পাচ্ছি না। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী দ্রæত বরাদ্দ প্রদান না করলে তিনি আদালতের আশ্রয় নেবেন বলে জানান।
পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন বলেন, ঠিকাদার যথাযথভাবে গুণগত মান বজায় রেখে কাজটি সফলভাবে শেষ করেছেন। বিল দাখিলের পর বিলের জন্য বরাদ্দ চেয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৩৭ জেলা শহরের পানি সরবরাহ প্রকল্পের পরিচালক ও প্রধান প্রকৌশলীর দপ্তরে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। বরাদ্দ দিলেই ঠিকাদারকে বিল প্রদান করা হবে।
এ ব্যাপারে পঞ্চগড় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মিনহাজুর রহমান বলেন, ঠিকাদার যথাযথভাবে কাজ শেষ করে বিল দাখিল করেছেন। কাজেই তিনি বিল পাওয়ার হকদার। তবে বরাদ্দ না দিলে তো আর বিল প্রদান করা সম্ভব হচ্ছে না। তিনি এ বিষয়ে একাধিকবার প্রধান কার্যালয়ে যোগাযোগ করেছেন বলে জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে দ্রব্যমূল্যে লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় পার্টির মানব বন্ধন

পীরগঞ্জে সনদপত্র ও ল্যাপটপ বিতরণ

অনন্যা সংস্থা’র সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

দিনাজপুরে পুড়িয়ে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

আচরণবিধি লঙ্ঘন অভিযোগে নৌকার প্রার্থী  ইকবালুর রহিমকে শোকজ

আচরণবিধি লঙ্ঘন অভিযোগে নৌকার প্রার্থী ইকবালুর রহিমকে শোকজ

পীরগঞ্জে ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরে আই.ই.বি র কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে মতবিনিময় সভা

সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত উভয় দেশের জন্য দুঃখজনক -ভারতীয় হাইকমিশনার

দিনাজপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড় দর্শনার্থীদের

রানীশংকৈল প্রাথমিক শিক্ষা পরিবারের বনভোজন রানীসাগরে