বৃহস্পতিবার , ৯ মে ২০২৪ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে মহেন্দ্র চালকের মৃত্যু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ৯, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পারিবারিক কলহের জেরে সফিকুল ইসলাম (৩৫)নামে এক মহেন্দ্র চালক গ্যাস ট্যাবলেট খেয়ে মারা গেছেন।

গত বুধবার ৮ মে রাতে দিনাজপুর এমআব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সফিকুলের মৃত্যু হয়। সফিকুল উপজেলা পদমপুর উত্তরগাও গ্রামের মৃত রমজান আলীর ছেলে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সফিকুল তার স্ত্রী রিতা আক্তারকে না জানিয়ে এক জনকে ১৯ হাজার টাকা হাওয়ালত (ধার) দেয়। এ নিয়ে তার স্ত্রী, ছেলে হৃদয়ের সাথে বাগবিতণ্ডা বাঁধে ।

গতকাল রাত ৯ টায় সফিকুল বাড়ির পাশে হাজ্বী মৌড় থেকে বাড়ি এসে না খেয়ে শুয়ে পড়ে। তার ছেলে ও স্ত্রী ভাত খেতে ডাকলে সে বলে আমি খাবোনা। এর পর তার অস্বাভাবিক আচরণ দেখে জিজ্ঞাসা করলে সফিকুল বলেন আমি দুটি গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেছি।

খবর পেয়ে পরিবারের লোকজন সাথে সাথে তাকে রাণীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন। দিনাজপুর নিয়ে যাওয়ার পথিমধ্যে সফিকুল মারা যায়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে । এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুর উপজেলা আওয়ামী লীগের যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত

বাজারে অসময়ের শিমের কেজি ২৪০ টাকা

হিলি স্থলবন্দর দিয়ে আসবে ১২ হাজার মেট্রিক টন আলু

পীরগঞ্জে সন্ধার পরেই কলেজ বাজার এলাকায় ব্যবসায়ীর টাকা ছিনতাই:

বীরগঞ্জে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

বিরলে ট্রাক্টর চাপায় এক ইট ভাটা ম্যানেজারের মৃত্যু

দিনাজপুর পৌরসভার রাস্তাঘাট পরিদর্শন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় বিশদিনাজপুর পৌরসভার রাস্তাঘাট পরিদর্শন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় বিশ্ব ব্যাংক প্রতিনিধির ব্যাংক প্রতিনিধির

রাণীশংকৈলে চাঞ্চল্যকর আসাদুল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার!

কাহারোলে আশা কান্তজিউ ব্রাঞ্চে ফিজিওথেরাপি ক্যাম্প উদ্বোধন

বীরগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা