বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে গোয়াল ঘরে কয়েলের আগুনে পুড়ল নগদ অর্থ,গরু ও চারটি সেমি পাক টিনের ঘর। এতে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জননাহার নালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার আব্দুল রউফ।
স্টেশন অফিসার রউফ বলেন, ‘গতকাল রাত ৮টার দিকে উপজেলার নালাপাড়া এলাকার গরু ব্যবসায়ী মৃত কালী মোহনের ছেলে জগদীশ বর্মনের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। সাড়ে ৭টার দিকে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় তিনটি টিনের ঘর তিনটি গোয়াল ঘর একটি, দুটি গরু পুড়ে ছাই হয়ে যায়।’ মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত বলে, জানান তিনি।
এলাকার মোজাম্মেল হক, মোবারক আলী ও
হাবিবুর রহমান জানান,ওই দিন গোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে বাড়িঘরে তালা দিয়ে বাড়ির সকল সদস্য দাওয়াত খেতে যায়। বাড়িঘরে আগুন জ্বলতে থাকে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ৭০ হাজার টাকা মূল্যের দুটি গরু , নগদ অর্থ ৭০ হাজার টাকা সহ আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে রাতেই বীরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু হুসাইন বিপু ঘটনাস্থাল পরিদর্শন করেছেন।