ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাট পৌর শাখার ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমে উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকাল ৩টায় ৫নং ওয়ার্ডের বাগান বাড়িতে ওই ওয়ার্ডের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সাত্তার মিলন।
বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুত্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আল মামুন ও ফরিদ আলম প্রমুখ। এসময় পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।