শুক্রবার , ১০ মে ২০২৪ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত মাননোন্নয়নে প্রশিক্ষন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ১০, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ

দিনাজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় বক্তারা
সাংবাদিকদের পেশাগত মাননোন্নয়নে প্রশিক্ষন ও
সাংবাদিকতার পরিবেশ সৃষ্টিতে কাজ করে যাবে
সাংবাদিকদের ঐক্য ও অগ্রযাত্রাকে অক্ষুন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করে ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই সাধারণ সভার আয়োজন করা হয় প্রেসক্লাব মিলনায়তনে।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চুর সভাপতিত্বে উদ্ধোধনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক কামরুল হুদা হেলাল, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মাহফুজুল হক আনার, সাবেক সাধারন সম্পাদক একরাম হোসেন তালুকদার, লতিফুর রহমান, আবুবকর সিদ্দিক।
এসময় বক্তারা দিনাজপুর প্রেসক্লাব একটি গনতান্ত্রিক প্রতিষ্টান। গনতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি জেলা বাসীর লালিত স্বপ্নপুরনে গুরুত্বপুর্ন ভুমিকা রেখে যাচ্ছে। আগামীতে দিনাজপুর প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত মাননোন্নয়নে প্রশিক্ষন, মর্যাদা ও সাংবাদিকতার পরিবেশ সৃষ্টিতে কাজ করে যাবে।
মুল অধিবেশনে সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল সাধারন সম্পাদকের প্রতিবেদন ও কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল আয় ব্যয়ের রিপোট উপস্থাপন করেন।
রিপোটের উপর আলোচনা করেন, মিজানুর রহমান মানু, কামরুল হুদা হেলাল, সুব্রত মজুমদার ডলার, আসাদুল্লাহ সরকার, মুকুল চট্রোপাধ্যায়, আজহারুল আজাদ জুয়ের, মুর্শেদুর রহমান, আবুল কাসেম, গোলাপ হোসেন, বিপুল সরকার সানি, বিশ্বজিৎ কুমার ঘোষ প্রমুখ।
পরে মধ্যাহ্নভোজে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চুর ও সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড, মামুনুর রশিদ ও ছাত্র পরামর্শক ও নির্দেনা পরিচালক প্রফেসর ড, মাহবুব হোসেন, সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত), জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলল, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এএসএম নুরুল্লাহ, উপাধ্যক্ষ ডাঃ নাদের হোসেন, উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান,দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, শহর আওয়ামীলীগের সভাপতি শামীম আহমেদ বাবু, সাধারন সম্পাদক এনামুল্লাহ জেমী,সাবেক হুইপ মিজানুর রহমান মানু প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে ‘ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

রাণীশংকৈলে গণতন্ত্র বিজয় দিবসে আ’লীগের আনন্দ শোভাযাত্রা

বোচাগঞ্জে শুকরিয়া আদায়

বোচাগঞ্জে শুকরিয়া আদায়

বীরগঞ্জে বিজয়ের মাসে জাতীয় পতাকা ফেরি করে বিক্রেতাদের ব্যবসা মন্দ

পরিচয় যাচাইয়ে ছবির পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট প্রচলনের দাবীতে দিনাজপুরে পর্দানশীন নারীদের মানববন্ধন

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে শুধু একটি মানুষকে হত্যা করা হয়নি,বরং একটি জাতির স্বপ্নকে হত্যা করা হয়েছে — সাবেক ভিসি আরেফিন সিদ্দিক

বীরগঞ্জে টানা তীব্র তাপদাহে মানুষের পাশাপাশি ভালো নেই প্রাণীক‚ল

হরিপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রধান উপদেষ্টার বিবৃতির পর হিলিতে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা রহিমা বেগম (৭০) বছরের বৃদ্ধার মৃত্যু !