দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসির পরীক্ষার প্রকাশিত ফলাফলে ১লাখ ৯৮হাজার ১৮৪জন পরীক্ষার্থীর মধ্যে ১লাখ ৫৫ হাজার ৪৩৫জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৭৮ দশমিক ৪৩।
দিনাজপুর শিক্ষাবোর্ডে গত বছরের চেয়ে জিপিএ-৫ এর সংখ্যা বাড়ার সাথে এবার পাশের হারও বেড়েছে। ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বেশী।
এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৮হাজার ১০৫জন। এর মধ্যে জিপি-এ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৮৮৫৯ জন এবং ছাত্রীর সংখ্যা ৯২৪৬ জন।
এবার শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগে ১৭৭৫৪জন, মানবিক বিভাগে ৩১০জন এবং বানিজ্যিক বিভাগে ৪১জন জিপিএ-৫ পেয়েছে।
এবারে পরীক্ষার ফলাফলে জেলা পর্যায়ে জিপিএ-৫ ও পাসের সংখ্যায় দিনাজপুর এবং ৮২ দশমিক ৩৫ পেয়ে পাসের হারে গাইবান্দা শীর্ষে।
দিনাজপুর শিক্ষাবোর্ডে ৮জেলার মধ্যে জিপিএ-৫ বেশী দিনাজপুর জেলায় এবং জেলায় পাসের হার ৭৭ দশমিক ৮৬। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪৫০৯জন।
গাইবান্ধা জেলার পাসের হার ৮২ দশমিক ৩৫। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ২৫৮২জন।
নীলফামারী জেলার পাসের হার ৭৯দশমিক ৪০। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ২২১৫জন।
কুড়িগ্রাম জেলার পাসের হার ৭৩দশমিক ২৮। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৩৯১জন।
লালমনিরহাট জেলার পাসের হার ৭৬ দশমিক ৭৩। এজেলায় জিপিএ-৫ পেয়েছে ৭৯৩জন।
দিনাজপুর জেলার পাসের হার ৭৭ দশমিক ৮৬। জিপিএ-৫ পেয়েছে ৪৫০৯জন।
ঠাকুরগাও জেলার পাসের হার ৭৭ দশমিক ৬১। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৯৪২জন।
পঞ্চগড় জেলার পাসের হার ৭৮ দশমিক ৯২। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৯১০জন।
১২মে দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী ফলাফল ঘোষনা করেন।শিক্ষাবোর্ডের অধীন ২৭৩০টি স্কুলের মধ্যে শতভাগ পাশকৃত স্কুলের সংখ্যা ৭৭টি। একজনও পাশ করেনি এমন স্কুলের সংখ্য্ ৪টি।
উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৬দশমিক ৮৭।গতবারের চেয়ে এবার ফলাফলে পাসের হারসহ জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।