কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের নলাহার পুকুরে মৎস্য চাষী বেকার যুবকেরা পুকুর লিজ নিয়ে পুকুরে মাছকে খাবার দিচ্ছেন মোঃ মামুন সহ তার সহযোগীগণ। মৎস্য চাষীরা বলেন, বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য তারা মাছ চাষে ঝুকেছেন। গত বছর মাছ চাষে সাফল্য পেয়েছেন তারা। তারই ধারাবাহিগতায় তারা নলাহার পুকুরে মাছ চাষ করেছেন এবং রিতিমত পুকুরে মাছের খাবার দিচ্ছেন। তারা বলেন, নিবির পরিচর্যার মধ্যে মাছ বড় হচ্ছে এবং সঠিক পরিচর্যার মাধ্যমে পুকুর সংস্কার থেকে সবকিছুই করা হচ্ছে। এবছর বাজারে মাছের দাম বেশ ভাল রয়েছে তারা বলেন, এবার তারা লাভের মুখ দেখবেন বলে আশা করছেন। কাহারোল উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ জানান, মৎস্য চাষীদের প্রশিক্ষন দেওয়া হচ্ছে মাছ চাষের জন্য এবং বিভিন্ন উপকরন দেওয়া হচ্ছে চাষীদের সকল প্রকার সহযোগীতা করা হচ্ছে।