বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: চলতি বোরো মৌসুমে ধান-চাল ও গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
সোমবার (১৩ মে) দুপুরে বীরগঞ্জ উপজেলা খাদ্যগুদামে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ চলবে। অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী’র সভাপতিত্বে উপস্থিত বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরিয়াস সাঈদ, বীরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:ছানাউল্লাহ,উপজেলা খাদ্যগুদামের কর্মকর্তা খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান , বীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ,সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন,সহ-সভাপতি বিকাশ ঘোষ,সাংগঠনিক সম্পাদক কার্তিক ব্যানার্জী, স্থানীয় সাংবাদিক ,ফেরদৌস ওহেদ সবুজ,
ধান-চাল ব্যবসায়ী মো: রহিমুল হক ব্যবসায়ী
আব্দুল সামাদ, সাইদুল ইসলাম সহ বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ মৌসুমে বীরগঞ্জ উপজেলায় ১৫ শ ৩৫ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে সিদ্ধ চাল টাকা দরে ৪৫ ৩১শ ৪৪ মেট্রিকটন, ধান ৩২ টাকা দরে ১৫শ ৩৫ ও গম ৮২ মেট্রিকটন ক্রয় করবে বীরগঞ্জ খাদ্য বিভাগ। অভ্যন্তরীণ বোরো সংগ্রহ উদ্বোধন শেষে কৃষক আব্দুর রউফ চৌধুরী বুলবুল কাছে চেক হস্তান্তর করা হয়।