বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রামমাণ আদালত।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই কারাদণ্ড দেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস। এর আগে মাদকসেবন অবস্থায় উপজেলার দক্ষিণ সুজালপুর মাকড়াই গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো: রানা (৩৪) ও সুজালপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪৫) গ্রেপ্তার করেন বীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার বেলা সকাল সাড়ে ১২টার দিকে উপজেলার হাটখোলা এলাকা থেকে মাদকসেবন অবস্থায় রানা ও শহিদুলকে গ্রেপ্তার করে বীরগঞ্জ থানার এসআই আনারুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাসকে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থলে যান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড, প্রত্যকে ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৭দিনের কারাদণ্ড দেন তিনি। সাজাপ্রাপ্তদের রবিবার জেলা আদালতে সোর্পদ করা হয়েছে।