মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: ঠাকুরগায়ের হরিপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব এই প্রতিপাদ্য বিষয় নিয়ে যথাযগ্য মর্যদায় আলোচনা সভার মধ্যে দিয়ে ৮ই মার্চ আন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রিতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, হিসাব রক্ষক কাম কেডিট সুপার ভাইজার জাকিয়া পারভীন,উপজেলা তথ্য অফিসার দিলরুবা ইসলাম,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জেসমিন আক্তার শিখা,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকতা কর্মচারী গণ। শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা এই প্রতিপাদ্য অঙ্গীকারকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন।