ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে মরিচ ক্ষেত থেকে খলিল (৫০) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার সকালে জেলার রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গি বাজারের পাশে একটি মরিচের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। খলিল পাশের বড়গাঁও ইউনিয়নের মোলানখুড়ী গ্রামের মৃত গফুর আলীর ছেলে।
পারিবারের সদস্যরা জানায়, প্রতিদিনের মতো রোববার বিকেলে তিনি বাজারে যান। সময় মতো বাসায় না ফেরায় রাতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
সোমবার ভোরের দিকে বাজারের পাশে বাঁশঝাড়ে মোবাইল ফোন ও টাকাসহ গফুর আলীল লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় ও পরিবারকে খবর দেয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন রায় জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।