মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু,সহপাঠী উদ্ধার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১২:০৫ পূর্বাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃষ্টি বর্মন (৫) নামে শিশু কন্যার মৃত্যু হয়েছে। এঘটনায় সহপাঠী অন্বয় রায়কে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর -২০২৪) দুপুরে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণ ভিটা আমের ডাঙ্গায় গ্রামে দুপুরে বাড়ীর পার্শ্বে পুকুরে এ ঘটনা ঘটে।
মৃত শিশু হলেন – উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের আমের ডাঙ্গা এলাকার ধনঞ্জয় বর্মনের শিশু কন্যা বৃষ্টি বর্মন (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে ,সোমবার দুপুরে বৃষ্টি ও সহপাঠী অন্বয় গোসল করতে অতুলের পুকুরে যান। বৃষ্টি’র বাবা-মা ঢাকায় কর্মস্থলে রয়েছেন। বৃষ্টির মৃতদেহটি ও অন্বয়কে জীবিত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

শিশুকন্যার মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী ইউপির ইউপি সদস্য মনির হোসেন জানান, অসাবধানতার করণে পুকুরের পানিতে ডুবে শিশু কন্যার মৃত্যু হয়েছে। শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার ও গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত