বোদা (পঞ্চগড়) প্রতিনিধি \ পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত এক সেমিনার বুধবার অনুষ্ঠিত হয়েছে। বোদা উপজেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মো.শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) এস এম ফুয়াদ, পঞ্চগড় টেকনিক্যাল ট্রেনিং কলেজের (টিটিসির) অধ্যক্ষ আব্দুল হালিম,পঞ্চগড় জেলা কর্মসংস্থান বিভাগের সহকারী পরিচালক মনিরুজ্জামান,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার,আব্দুর রহিম,পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ ও প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম। সেমিনারে সরকারি কর্মকর্তা,এনজিওর কর্মকর্তা,জনপ্রতিনিধি,শিক্ষক,ছাত্র-ছাত্রী,ইমাম,সাংবাদিক শ্রমিক সংগঠনের নেতৃ বৃন্দ ও যুবরা অংশ গ্রহন করেন।