প্রয়াত কমরেড হায়দার আকবর খান রনো’র শোক সভায় বক্তারা
কমরেড হায়দার আকবর খান রনো বেঁচে থাকবেন
আমাদের মুক্তি সংগ্রামের প্রতিটি পদক্ষেপে
মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে কমরেড রনো শোক সভা কমিটি দিনাজপুরের আয়োজনে আজীবন সংগ্রামী, আপাদমস্তক কমিউনিষ্ট জননেতা সিপিবি’র উপদেষ্টা, ৬০ এর দশকের নেতৃস্থানীয় তুখোড় ছাত্র নেতা, বামপন্থী জননেতা, কমিউনিষ্ট আন্দোলনে অন্যতম প্রবাদ পুরুষ, বুদ্ধিজীবী ও লেখক এবং ২০২২ সালে সাহিত্যে বাংলা একাডেমী কর্তৃক পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব কমরেড হায়দার আকবর খান রনো’র শোক সভা অনুষ্ঠিত হয়।
কমরেড রনো শোক সভা কমিটি- দিনাজপুরের আহবায়ক বিশিষ্ট কবি সাহিত্যিক ও ছড়াকার জলিল আহম্মেদের সভাপতিত্বে বাংলাদেশ কমিউনিষ্ট আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা কমরেড হায়দার আকবর আলী খান রনো’র জীবনী পাঠ করে বিপ্লবী কমিউনিষ্ট লীগ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আক্তার আজিজ। প্রয়াত কমরেড হায়দার আকবার আলী খানের কর্মময় জীবন ও আদর্শ নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অর্থনীতি বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক এমএম আকাশ, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসেইন, দিনাজপুর জেলা কমিটির সভাপতি এ্যাডঃ মেহেরুল ইসলাম, বিপ্লবী কমিউনিষ্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য মোশাররফ হোসেন নান্নু, জেলা জাসদের সভাপতি লিয়াকত আলী, জেলা বাসদের সমন্বয়ক কমরেড কিবরিয়া হোসেন, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক চিত্ত ঘোষ, উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউর রহমান রেজু, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক কমরেড মনিরুজ্জামান মনির, বাংলাদেশের ওয়াকার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড হবিবর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য কানিজ রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর খেলাঘর এর প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল মতিন সৈকত। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় সমন্বয় কমিটির নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কমরেড হায়দার আকবর খান রওনক ১৪ টি সশস্ত্র ঘাটি তৈরি করে মুক্তিযুদ্ধ সংগঠিত করার কাজে নিয়োজিত ছিলেন। তিনি দীর্ঘদিন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য হয়ে দায়িত্ব পালন করেন। প্রয়াত হায়দার আকবর খান রনো’র আদর্শ আমরা যদি লালন ও ধারণ করি তাহলে সৎ ও বলিষ্ঠ রাজনীতি কর্মী হিসেবে গড়ে উঠতে পারি। বাংলাদেশের কমিউনিষ্ট আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা কমরেড হায়দার আকবর খান রনো বেঁচে থাকবেন আমাদের মুক্তি সংগ্রামের প্রতিটি পদক্ষেপে।