বিকাশ ঘোষ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের পাকা বাড়ির ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন করা হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সানাউল্লাহ। ৩০ মার্চ বুধবার সকাল ১১ টায় বীরগঞ্জ পৌর শহরের ২ নম্বর ওয়াডের বীর মুক্তিযোদ্ধা প্রফুল্ল রায়ের বাড়ির ছাদ ঢালাইয়ের মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সানাউল্লাহ, উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম মাষ্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায়। উপজেলা সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দ্দেশে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্পের আওতায় উপজেলায় ১০টি পাকা বাড়ির নির্মান কার্যক্রম চলমান রয়েছে। প্রতিটি বাড়ী নির্মান করতে ১৩ লক্ষ টাকা করে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয় এর বরাদ্দ রয়েছে । বাড়িগুলোতে ৩ টি রুম, ২টি বাথরুম, ১ টি কিচেন ও ১ টি বারান্দা রয়েছে।