বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: \- ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি ও ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ পুলিশের আয়োজনে আলোচনা সভা, আনন্দ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ থানা চত্বরে রবিবার বিকেলে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন প্রধানের সভাপতিত্বে আলোচনা সভা ও আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মো. আব্দুল ওয়ারেস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আ. লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, যুগ্ম সাধারণ সম্পাদক মো.শামীম ফিরোজ আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশ আক্তার বৃষ্টি, বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপংকর রাহা বাপ্পী, বিশিষ্ট সমাজসেবক সোহেল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজার রহমান। এসময় থানায় কর্মরত সকল পুলিশ অফিসার, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শুরু করা হয় জাতীয় সংগীত পরিবেশ, কেক কেটে এবং আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।