বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জের আদিবাসী পল্লীতে প্রতিবন্ধী আদিবাসী শিশুকন্যাকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
বীরগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের জগদল হাটপুকুর আদিবাসী পাড়ার প্রতিবন্ধী শিশু (১২) ধর্ষণের ঘটনায় অসহায় হতদরিদ্র পিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে একই এলাকার মৃত গাঞ্জারাম হাসদার ছেলে চকিদার হাসদা (৩৫) কে আটক ও গ্রেফতার করেছেন বীরগঞ্জ থানা পুলিশ। এই মামলার তদন্তকারী বীরগঞ্জ থানার এসআই মাহফুজ জানান, জগদল হাটপুকুর এলাকার প্রতিবন্ধী আদিবাসী শিশুটির পিতা বাদী হয়ে অভিযুক্ত চকিদার হাসদার বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ( সংশোধন- ৩) এর ৯(১) ধারায় বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং – ১৪, তারিখ – ১৩/০৬/ ২০২২ ইং।
এ ব্যপারে বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষন মামলার আসামী চকিদার হাসদাকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোর্পদ করা হয়েছে।