মঙ্গলবার , ৯ মার্চ ২০২১ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈল মাহারাজা বাজারে ইউপি সদস্যের জিম্মাদার না মানায় দোকান ভাঙচুর!

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ৯, ২০২১ ৯:৩৫ পূর্বাহ্ণ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাশিপুর মহারাজা বাজারে মমিরুদ্দীন সুপার মার্কেটে বাকি পাওনা আদায়ে ইউপি সদস্য আইনুল হকের জিম্মাদার না মানায় তার ছেলে কতৃক মারধর ও দোকানের জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

থানা অভিযোগ সূত্র ও সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘটনার প্রত্যক্ষদর্শী তরিকুল, নুরজামাল ও খাইরুল সহ অনেকে জানান- হালিম ও রবির মধ্যে দোকানে বাকির লেনদেন ছিল। রবি দীর্ঘদিন টাকা পরিশোধ না করায় হালিম ও রবির মধ্যে কথা কাটাকাটি হলে একপর্যায়ে হালিম রবির বাই সাইকেল রেখে দেয়।

সেই ঘটনায় রবি মেম্বার আইনুল কে জিম্মাদার করে কিছু টাকা দিতে চাইলে আর বাকি টাকা পরে দিবে বললে, হালিম পুরো টাকা না পাওয়া পর্যন্ত সাইকেল দিবে না বলে দেয় ৷ এতে আইনুল মেম্বার ক্ষিপ্ত হয়ে যায় ।
এরখানে হালিম ও রবির মধ্যে লেনদেনের বিষয়টি সমাধান হয়ে যায়।

অপরদিকে ইউপি সদস্য আইনুলের ছেলে আফাজ (২৮) তার বাবার কথা না রাখায় হালিমকে খুঁজতে থাকে । হালিম তার চাচাতো ভাই উজ্জ্বলের দোকানে চা খেতে বসলে ইউপি সদস্যের ছেলে আফাজ সে ঘটনা কে কেন্দ্র করে তার দলবল- দেলোয়ার (৪২), তাহের (৪৫) ও ফারুক (৩৫) সহ উজ্জ্বলের দোকানে বসে থাকা হালিমের সাথে ঝগড়া শুরু করে এবং এক পর্যায়ে হাতাহাতি হলে হালিমের চাচাতো ভাই উজ্জ্বল বাঁধা দিতে যায়। আফাজ ও তার দলবল হালিম ও উজ্জ্বল কে মারধর ও দোকানে থাকা জিনিসপত্র ভাংচুর করে।

এ ঘটনায় হালিম বাদী হয়ে রবিবার(৭মার্চ) রাণীশংকৈল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে হালিম বলেন, আইনুল মেম্বারের জিম্মাদার না মানায় তার ছেলে দলবল নিয়ে আমাকে মারধর করলে আমার চাচাতো ভাই উজ্জ্বল বাঁধা দেয়। তখন আমার চাচাতো ভাই উজ্জ্বল কেউ মারধর করে সেই সাথে তার দোকানে থাকা জিনিসপত্র ভাংচুর করে। আমি প্রশাসনের নিকট এ ঘটনায় জড়িত সকলের বিচারের দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল জানান, বিষয়টি নিয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তারা এজহার দিলে আমরা মামলা রেকর্ড করে দিব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

​দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫৪, শনাক্ত ৩৮৮৩

ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে গার্মেন্টস ট্রেণিং সেন্টার শুভ উদ্বোধন

আটোয়ারীতে ইএসডিও’র শীতবস্ত্র বিতরণ

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চ‚ড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ

হাকিমপুরে চার হোটেল মালিকের ৩৫ হাজার টাকা জরিমানা

তেঁতুলিয়ায় কমিউনিটি ক্লিনিকে নরমাল ডেলিভারিতে বাড়ছে আস্থা ৬ বছরে ৬শ স্বাভাবিক সন্তান প্রসবে লিলির রেকর্ড

পীরগঞ্জে মহান শহীদ দিবস পালিত

সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার বিষয়ক সভা

রানীশংকৈলে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন সিডিএ’র ত্রান বিতরণ