বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুর গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ও সেতাবগঞ্জ আই ভিশন সেন্টারের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
গতকাল ৮ জুন শনিবার দিনব্যাপী সেতাবগঞ্জ আই ভিশন সেন্টারে দিনাজপুর গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারদের সহযোগিতায় রোগীদের চোখ পরীক্ষা নীরিক্ষা করা হয়। উক্ত চক্ষু শিবিরে পাঁচ শতাধিক রোগীর চোক্ষ পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেওয়া হয়। এর মধ্যে চোখের ছানি অপারেশন করার জন্য বাছাই করে বিনামূল্যে সেতাবগঞ্জ আই ভিশনের অর্থায়নে বেশ কিছু রোগীর চোখের ছানি অপারেশন করা হবে। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার সেতাবগঞ্জ আই ভিশন সেন্টারে গিয়ে চক্ষু শিবির পরিদর্শন করেন এসময় তিনি বিভিন্ন রোগীদের সাথে কথা বলেন। এসময় সেতাবগঞ্জ আই ভিশনের প্রতিষ্ঠাতা সদস্য ফয়জুল আলম চৌধুরী বাবলু ও ইস্কান্দার মির্জা উপস্থিত ছিলেন।