বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ’র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এর আয়োজনে এনটিআরসিএ-এর সার্বিক কার্যক্রম অবহিতকরণ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য নির্ভূল চাহিদা প্রদান বিষয়ে অংশীজনদের সাথে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনাজপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল্লাহিল আজম।
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নুর-এ-আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনটিআরসিএ এর উপপরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক দিলসাদ চৌধুরী। প্রজেক্টরের মাধ্যমে কর্মশালায় বিভিন্ন কার্যক্রমের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনটিআরসিএ-এর উপপরিচালক (শিক্ষাতত্ত¡ ও শিক্ষামান) অধ্যাপক মোঃ শাহীন আলম চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনটিআরসিএ-এর সহকারী পরিচালক (প্রশাসন) শারমীন সুলতানা। উক্ত কর্মশালায় দিনাজপুরের বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রধানগণ অংশ নেন।