মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চুর্ণবিচুর্ণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১:১৩ পূর্বাহ্ণ

দিনাজপুর সদরের চুনিয়াপাড়ায় রেলক্রসিং-এ ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বালুবাহী ট্রাক্টর চ‚র্নবিচ‚র্ন হয়েছে। এসময় ট্রাক্টরের হেলপার-চালক অল্পের জন্য রক্ষা পেয়েছে। অপরদিকে ট্রেনের সামনের অংশে সামান্য ক্ষয়ক্ষতি নিয়ে নিরাপদে পঞ্চগড়ের উদ্দেশে চলে যায় এবং যাত্রীরাও অল্পের জন্য রক্ষা পায়।
গতকাল সোমবার সকাল ৯টার দিকে দিনাজপুর সদরের চুনিয়াপাড়ার রেলক্রসিং-এ এই দূর্ঘটনাটি ঘটেছে।
দিনাজপুর রেলওয়ে থানার ইনচার্জ এরশাদুল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আসার সময় দিনাজপুর সদরের চুনিয়াপাড়া রেল ক্রসিং-এ বালু বহনকারি একটি ট্রাক্টরকে ধাক্কা দিলে ট্রাক্টরটি চ‚র্নবিচ‚র্ন হয়ে যায়। এতে ট্রেনের সামনের অংশে সামান্য ক্ষতি হলেও ট্রেনটি নিরাপদে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায়। অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রীসহ জানমালের। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও