পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকেলে পঞ্চগড় জেলা পরিষদ হলরুমে পূণর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা। জেলা শাখার সভাপতি এমরান আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল, সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র রায়, সহ সভাপতি শামুস কিবরিয়া প্রধান ও নাজিমউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক মফিদার রহমান মঞ্জু, প্রচার সম্পাদক সাজ্জাদ আলম ভ‚ট্টো, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক হায়দার আলী, সদর উপজেলার সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম জুয়েল প্রমূখ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।