বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়েছে। ৮ মার্চ -২০২১ সোমবার বিকেলে উপজেলার শালবন মিলনায়তনে আলোকিত বীরগঞ্জ শিশু ফোরাম এর আয়োজনে ও এপি বাংলাদেশ,বীরগঞ্জ ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় বীরগঞ্জ কেন্দ্রীয় শিশু ফোরামের সভাপতি নুরনবী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার (৭,৮,৯) নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা: সামিনা ইয়াসমিন সাবিনা, বীরগঞ্জ থানার নারী ও শিশু অফিসার এস আই আমিনা বেগম, বীরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মানুয়েল হাসদা, শিশু ফোরামে ম্যানেজার রহিমত হাসদা, স্থানীয় সাংবাদিক বিকাশ ঘোষ প্রমুখ। আলোচনা শেষে শিশু ফোরামের শিশুদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।