কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি\- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অসা¤প্রদায়িক চেতনাই আওয়ামী লীগের প্রাণ ভ্রমর। একটি সা¤প্রদায়িক রাষ্ট্রের বিরুদ্ধে অসা¤প্রদায়িকতার লড়াই বাঙালি জাতীয়তাবাদী চেতনায় আওয়ামী লীগকে আজ এই পর্যায়ে উপনীত করেছে। আওয়ামী লীগের গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির প্রোগ্রাম, সা¤প্রদায়িকতার বিরুদ্ধে অসা¤প্রদায়িক শক্তির লড়াই আওয়ামী লীগকে বিকশিত করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন উপলক্ষে ২৩ জুন রোববার ২০২৪ দিনাজপুরের কাহারোল উপজেলা শাখা আওয়ামী লীগের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, জেলা পরিষদ সদস্য মিরা মাহবুব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ নাসিমা আক্তার, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র প্রমূখ। আলোচনা সভার পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দিনাজপুর-১ আসনের সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।