কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি\-কাহারোলে বিদ্যুৎ স্পৃষ্টে এক ভ্যান চালকের মৃত্যু। ঘটনাটি ঘটেছে, দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নে। এলাকাবাসী জানান, উপজেলার ডাবোর ইউনিয়নের ডাবোর গ্রামের ৪ সন্তানের জনক ভ্যান চালক সুটকু চন্দ্র রায়(৫৫) গতকাল ২৪ জুন‘২৪ সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে নিজ বাড়িতে নিজের অটো চার্জার ভ্যানটি বিদ্যুৎ প্লাগের তার খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিদ্যুৎ স্পৃষ্টে ভ্যান চালক সুটকু চন্দ্র রায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ডাবোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় ও ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন।