মঙ্গলবার , ২৫ জুন ২০২৪ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বিশ্বাস-আস্থা আর বন্ধুত্বের বন্ধনে একটি মডেল সংগঠন জিলা স্কুলের ২০০১ সালের ব্যাচের শিক্ষার্থীদের প্রচেষ্টায়

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২৫, ২০২৪ ১০:২০ অপরাহ্ণ

“আমরা স্বপ্ন বুনি বন্ধুত্বের মায়ায়, পথ চলি বন্ধু তার ছায়ায়”-এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দিনাজপুর জিলা স্কুলের ২০০১ সালের ব্যাচ এর প্রাক্তন শিক্ষার্থীদের অক্লান্ত প্রচেষ্টায় দিনাজপুরে এই প্রথম বিদ্যালয় ভিত্তিক অলাভজনক, সমাজসেবা প্রতিষ্ঠান, বন্ধুত্বের সুদৃঢ় বন্ধনকে অটুট রাখতে এবং একে অপরের বিপদে এগিয়ে আসার মানসিকতাকে হৃদয়ে লালন ও ধারণ করার মধ্যে দিয়ে উদ্বোধন হলো ওয়েরফেয়ার ফাউন্ডেশন বাই দিনাজপুর জিলা স্কুল-২০০১ ব্যাচের মাধ্যমে।
দিনাজপুর জিলা স্কুল মাঠ চত্বরে নানা আয়োজনের মধ্যে দিয়ে ফাউন্ডেশন এর উদ্বোধণ ও লগো’র উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম। স্বাগত বক্তব্য রাখেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আহবায়ক মোঃ আতিয়ার রহমান।
সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাদুরবাড়ী গ্রান্ড রিসোর্ট এর সত্ত¡াধিকারী ও সংগঠনের উপদেষ্টা আব্দুল মমিন, পাটোয়ারী বিজনেস হাউজের ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের উপদেষ্টা সহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর প্রেসক্লাব সভাপতি ও সংগঠনের উপদেষ্টা স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর শিক্ষা বোর্ডের কন্ট্রোলার ও সংগঠনের উপদেষ্টা প্রফেসর মীর সাজ্জাদ, দিনাজপুর চেক আপ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর ও সংগঠনের উপদেষ্টা ড. মাহবুব মোর্শেদ তমাল, জেলা শিক্ষা অফিসার ও সংগঠনের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম।
ফাউন্ডেশনের কিছু কথা তুলে বক্তব্য রাখেন ব্যাচের ছাত্র এএসএম খায়রুল বাশার সজল। অনুষ্ঠানে সম্মানীত উপদেষ্টাদের সম্মাননা স্বারক হিসেবে ক্রেস্ট ও জেলা স্কুলের শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ, শহিদুল ইসলাম, মনুরুল কাদির, কার্তিক চন্দ্র পাল, ফেরদৌসী বেগম’কে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। ফাউন্ডেশন কর্তৃক উপকারভোগী সদস্য মকসেদুল করিম তার অনুভূতি ব্যক্ত করেন।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের সদস্য মফিজার রহমান। বক্তারা বলেন বিশ্বাস-আস্থা আর বন্ধুত্বের বন্ধনে একটি মডেল সংগঠন হবে জিলাস্কুলের ২০০১সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের প্রচেষ্টায়। এই ফাউন্ডেশনের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান, জিলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রতিবছর মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান, বৃক্ষরোপন কর্মসূচী দিনাজপুর শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ যানজট মুক্ত একটি শহর প্রতিষ্ঠা করা সহ সকল প্রকার সামাজিক কর্মকান্ডে অবদান রাখবে। শেষে জিলা স্কুলের ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করে ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করাতে আমরা আনন্দিত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন

হরিপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া

খানসামায় চুলার আগুনে গরুসহ ১১ ঘর পুড়ে ছাই

ঠাকুরগাঁওয়ে গ্রেফতার আতঙ্কে এলাকাবাসী !

দিনাজপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু

রাণীশংকৈলে জামাইকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকারী সেই শ্বাশুড়ি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বিশ্ব পানি দিবস পালিত

বীরগঞ্জে (পিবিবি) এর রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

​আফগানিস্তানে তালেবানের উত্থানে আরব বিশ্বে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া