মঙ্গলবার দিনাজপুরের ঐতিহাসিক ও হিন্দু সম্প্রদায়ের তীর্থ স্থান শ্রীশ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে আসেন সুপ্রিমকোর্ট-হাইকোর্ট বিভাগের বিচারপতি শশঙ্ক শেখর সরকার ও তার পরিবারের সদস্যরা। এসময় তাদেরকে রাজ দেবোত্তর এষ্টেটের পক্ষে থেকে ফুল দিয়ে সংবর্ধনা জানান এষ্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ।
এসময় কাহারোল উপজেলার এসিল্যান্ড বোরহান উদ্দিন আহমেদ, কান্তজিউ জাদুঘরের কাস্টডিয়ান সিহাব হোসেন, সিনিয়র সহকারী জজ মিলন চন্দ্র পাল, জেলা লিগ্যাল এইড অফিসার এবং সিনিয়র সহকারী জজ মোঃ মোশাররফ হোসেন, কাহারোল থানার ওসি ফারুকুল ইসলাম। এছাড়া রাজ দেবোত্তর এষ্টেটের অন্যতম সদস্য এ্যাডঃ সরজ গোপাল রায়, বিশিষ্ট সাংবাদিক রতন সিং, গৌর চন্দ্র শীল উপস্থিত ছিলেন। শশঙ্ক শেখর সরকার কান্তজিউ মন্দিরে কালিয়াকান্তজীউ বিগ্রহ দর্শন করেন এবং মন্দিরের পোড়ামাটির ডোরাকাটা খচিত হিন্দু ধর্মীয় ইতিহাসের ছবিগুলো সমন্ধে তাকে জানান মন্দিরের পুরহিত। বিচারপতি শশঙ্ক শেখর সরকার মন্দিরটির সংরক্ষণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজ দেবোত্তর এষ্টেটের এজেন্টকে পরাদর্শ করেন। বিচারপতি পরে শ্রীশ্রী কান্তজিউ জাদুঘর পরিদর্শন করেন।