বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বোদায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়নে সেমিনার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২৭, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ

বোদা(পঞ্চগড়)প্রতিনিধি\ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষে এক অবহিতকরণ সেমিনার বুধবার (২৬) জুন পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ হরলুমে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন। পঞ্চগড় জেলা সমাজ সেবা দপ্তরের উপ-পরিচ্লাক অনুরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা সমাজ সেবা দপ্তরের সহকারী উপ-পরিচ্লাক গোলাম ফারুক। সেমিনারে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বোদা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.তৌকির আহমেদ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যার আব্দুল রহিম,সাহেব আলী,অখিল চন্দ্র ঘোষ শিষা,প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম ও পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ। বোদা উপজেলা সমাজ সেবা দপ্তর এই সেমিনারের আয়োজন করে। সামাজিক নিরাপত্ত বেষ্টনীর আওতায় সুবিধা ভোগীরা যাতে ডিজিটাল মাধ্যমে তাদের ভাতা সঠিক ভাবে উত্তোলন করতে পারে,প্রতারকের খপ্পরে যেন না পড়ে সে বিষয়ে সেমিনারে আলোচনা হয়। সুবিধা ভোগীরা যাবে ওটিবি পিন কোর্ড হ্যাকারদেন কাছে সরবরাহ না করে সে বিষয়েও সেমিনারে আলোচনা করা হয়। সেমিনারে জানানো হয় বর্তমানে বোদা উপজেলায় ১১ হাজার ৫৪২ জন বয়স্ক ব্যক্তিতে বছরে ৮ কোটি ৩১ লাখ ২৪ শত টাকা,৫ হাজার ৬২ জন বিধবা ও স্বামী নিগৃহীত মহিলাকে বছরে ৩ কোটি ৩৪ লাখ ৯ হাজার ২ শত টাকা,৩ হাজার ৯৫৬ জন প্রতিবন্ধীকে বছরে ৪ কোটি ৩ লাখ ৫১ হাজার ২ শত টাকা প্রতিবন্ধী ভাতা,১২৫ জনকে বছরে ১৩ লাখ ৯০ হাজার ২ শত টাকা প্রতিবন্ধী শিক্ষ উপবৃত্তি ভাতা,৩৪ জনকে বছরে ২ লাখ ৪ হাজার টাকা অনগ্রসর জনগোষ্ঠীর বিশেস ভাতা,৩০ জনকে বছরে ২ লাখ ৯৭ হাজার ৬ শত টাকা অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি ভাতা , ৩ জন কে ৭ হাজার টাকা করে হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা ও ২ জনকে ১১ হাজার টাকা করে হিজড়া জনগোষ্ঠীর শিক্ষ উপবৃত্তি প্রদান করা হচ্ছে। সেমিনারে সরকারি কর্মকর্তা,এনজিও প্রতিনিধি,জনপ্রতিনিধি,সমাজ সেবা দপ্তরের কর্মকর্তা.মাঠ কর্মী,স্বেচ্ছাসেবী, সমাজ সেবক ও সাংবাদিকরা অংশ নেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ট্রেন থেকে পড়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ

সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ বাড়লো লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে “১৯৭১ সেই সব দিন” চলচিত্র প্রদর্শনী বিষয়ে প্রেস ব্রিফিং !

আগামী ৩০ জুনের মধ্যে শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের ঘোষণা করতে হবে-অধ্যক্ষ সেলিম ভুঁইয়া

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

“প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটদানে প্রবেশাধিকার নিশ্চিতকরণ“ শীর্ষক গোলটেবিল বৈঠক

বীরগঞ্জে ১দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে পঞ্চগড়ে জাগপার গণসংযোগ ও লিফলেট বিতরণ

দিনাজপুরে প্রর্শিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণ