বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর-উত্তমের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে এস আর ফাউন্ডেশনের সহযোগিতায় পৌরশহরের মামনি হোটেলের পাশে ২ শতাধিক দুঃস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু।এসময় পৌর বিএনপির আমিরুল বাহার, নমিরুল ইসলাম সেনা, মঞ্জুর রহমান এম হাসান বাবু, সুলতান সাঈদ মুকুল সহ পৌর শাখার বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।