আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটদানের প্রবেশাধিকার নিশ্চিতকরণ শীর্ষক দিনাজপুরে দিনব্যাপী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে স¤প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (এসপিইউএস) ও উত্তরণ প্রতিবন্ধী সংস্থা (ইউপিএস) সদর দিনাজপুরের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন স¤প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র সহ সভাপতি জাকিয়া সুলতানা ।
অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম,সমাজ সেবা কার্য্যালয়ের সহকারী পরিচালক মো: ময়নুল হক, প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রের কনসালটেন্ট মো: নাছিম হোসেন, সংগীত ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ড.মারুফা বেগম,আদর্শ মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোছাঃ রুবি আফরোজ,স্বাদেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনেওয়াজ, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াকুব আলী, সিডিডি প্রোগ্রাম অফিসার শ্রী শৈলেন চন্দ্র রায়, রিইব সিনিয়র প্রোগ্রাম অফিসার মো: মতিউর রহমান, এনডিও নির্বাহী পরিচালক মো: সামিউল আলম জনি।
এসময় বক্তারা বলেন, অবশ্যই কোনোরকম প্রতিবন্ধকতা ছাড়াই সবধরনের প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে ভোট কেন্দ্র যেতে পারে এবং তাদের ভোটটি নির্বিগ্নে নিজের পছন্দমত প্রার্থীকে দিতে পারে সেই অধিকার ও ব্যবস্থা সরকারকেই নিশ্চিত করতে হবে। তারা বলেন,সামাজিক ও পারিবারিক সচেতনতা সৃষ্টি করতে পারলেই এই বাধাবিপত্তি ছাড়াই প্রতিবন্ধী মানুষের ভোট প্রয়োগের অধিকার শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হবে। এসময় মুক্ত আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিরা নির্বাচনের সময় ভোট দিতে গিয়ে তাদের বিভিন্ন সমস্যার চিত্র তুলে সমাধানের জন্য সংশ্লীষ্ট কর্তৃপক্ষের সুনজর প্রত্যাশা করেন।
প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটদানের প্রবেশাধিকার নিশ্চিতকরণ শীর্ষক গোলটেবিল বৈঠকের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সম্পাদক অনামিকা পান্ডে এবং রাজধানী ঢাকা থেকে অনলাইনে ভার্চুয়ালী শুভেচ্ছা বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্ট্রোরাল সিস্টেম প্রজেক্ট অফিসার ইনক্লুশন শাওনী ইমাম। স¤প্রীতি প্রতিবন্ধী উন্নযন সংস্থার সভাপতি তামজিদা পারভীন সীমা’র সঞ্চালনায় গোল টেবিল বৈঠকের মুক্ত আলোচনায় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন মো: শামীম,উত্তরণ প্রতিবন্ধী সংস্থার কোষাধ্যক্ষ মো: রাসেল রানা, মো: সুজন রানা, মোছা: রোজিনা বেগম, মোহনা আকতার প্রীতি, মো: বাদল,আরমিনা বেগম প্রমুখ। আয়োজিত দিনব্যাপী গোলটেবিল বৈঠকে স্থানীয় বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তা/কর্মচারী,সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রতিবন্ধীরাও অংশগ্রহন করেন।