নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের নবাবগঞ্জে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোন্নাফ (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আব্দুর রাজ্জাক নামে গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার আফতাবগঞ্জের মাদারপুর প্রাইমারি স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোন্নাফ পার্বতীপর উপজেলার দলাই কোটা গ্রামের নাজমুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আফতাবগঞ্জ বাজার থেকে মোন্নাফ ও রাজ্জাক মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল এ সময় আফতাবগঞ্জ-পার্বতীপুর সড়কের মাদারপুর প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেল চালক মোন্নাফ ঘটনাস্থলে মারা যায়।
আফতাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সিরাজুল ইসলাম (পিপিএম) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স আছে। পরিবারের লোকজন আসছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।