ফুলবাড়ী প্রতিনিধি \ দিনাজপুরের ফুলবাড়ীতে পানি নিষ্কাশনের নালা থেকে ইমানুয়েল দুকুম মাড্ডি নামে এক ক্ষুদ্র নৃগোষ্ঠী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দিবাগত সন্ধ্যার পর ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের নালা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইমানুয়েল দুকুম মাড্ডি (৩৫) ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের আমডুঙ্গী হাটসংলগ্ন আলুডাঙ্গা গ্রামের মৃত সাবা মাড্ডির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের সুজাপুর গ্রামে সড়কের পাশে পানি নিষ্কাশনের নালায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। এসময় স্থানীয়রা পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুজাপুর গ্রামে পানি নিষ্কাশনের নালা থেকে ইমানুয়েল দুকুম মাড্ডি নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।