বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ২ জন।
নিহত মোটরসাইকেল চালক উপজেলার শহরগ্রাম ইউপি’র কাঠিহারী গ্রামের বাবুল হকের ছেলে সোহেল রানা (৩৫)।
বুধবার বিকাল সোয়া ৩ টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক মহা সড়কের মঙ্গলপুর চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কার্ভাড ভ্যান দিনাজপুর অভিমুখে বে-পরোয়া গতি যাচ্ছিল।এসময় অপরদিক থেকে মঙ্গলপুর বাজার অভিমুখে আসা মোটরসাইকেল চালক সোহেল রানা ঘটনাস্থলে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে পড়ে গেলে ওই কার্ভাড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয় এবং কার্ভাড ভ্যানটি রাস্তার পাশে গাছের সঙ্গে লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় কার্ভাড ভ্যান চালক ও হেলপার গুরুত্বর আহত হলে স্থানীরা তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন । তবে এরিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।