ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি.দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১নং ওয়ার্ডের উপ নির্বাচনে নারী সদস্য পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় বে- সরকারি নির্বাচিত হলেন ফুল সরেন। এ পদে আগামী ২৭ জুলাই নির্বাচন হওয়ার কথা ছিল।
এর আগে চলতি বছরে ২৮ মার্চ ওই ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছাঃ নার্গিস খাতুন স্বেচ্ছায় পদত্যাগ করেন। ফলে পদটি শূন্য হয়।
এবিষয়ে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান,এ পদে দুইজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিলের পর গত শুক্রবার যাচাই বাছাই শেষে দুইজনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়। তারা হলেন, উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া গ্রামের শামসুল ইসলামের স্ত্রী তানজিলা আক্তার ও দামোদরপুর গ্রামের ছোট লগেনের স্ত্রী ফুল সরেন। এদের মধ্যে ৯ জুলাই প্রার্থী তানজিলা আক্তার তার মনোনয়ন পত্রটি প্রত্যাহার করে নেয়ায় ফুল সরেনকে বুধবার বে-সরকারি ভাবে নির্বাচিত করা হয়।
এ ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র ৩টি,মোট ভোটার সংখ্যা ৭,৯৫৪টি, পুরুষ ভোটার ৩,৯৭৮টি, মহিলা ভোটার ৩৯৮০টি।