মঙ্গলবার , ১০ আগস্ট ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে প্রতারণার অভিযোগে নারী গ্রেপ্তার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১০, ২০২১ ৭:৪১ অপরাহ্ণ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ‘সরকারি অনুদান দেওয়ার’ আশ্বাস দিয়ে অসহায় মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে শাহনাজ পারভীন (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া ডোডাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের মো. লাবলু রহমানের স্ত্রী।
মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার রাতে ডোডাপাড়া গ্রামের আমিন হোসেনের ছেলে মো. ফারুক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় শাহানাজ পারভীনসহ অজ্ঞাত আরও তিন জনকে আসামি করা হয়।
সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, গত বছরের ১০ ডিসেম্বর বাদীর মা রেনু বেগমকে ভিজিডি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ হাজার টাকা নেন গ্রেপ্তার শাহানাজ পারভীন।
এছাড়াও জগন্নাথপুর ইউনিয়নের ৯৬ জন গরিব অসহায় ব্যক্তিকে বিভিন্ন সরকারি অনুদানের প্রলোভন দিয়ে চার লাখ ৬৩ হাজার ৫শ টাকা কৌশলে হাতিয়ে নেয় শাহানাজ বলে মামলায় উল্লেখ করা হয়।
টাকা নেওয়ার পর থেকে সরকারি সুবিধার কার্ড না পেয়ে শাহানাজ পারভীনকে চাপ দিলে টালবাহানা শুরু করে সে।
সোমবার দুপুরে জগন্নাথপুরের সিংগিয়া ডোডাপাড়া গ্রামের বাসিন্দা মিথিলা আক্তার কৌশলে শাহানাজ পারভীনকে তার বাড়ি নিয়ে আসেন। ওই বাড়ি আসার পর স্থানীয়রা শাহানাজকে আটক করলে তিনি টাকা আত্মসাৎ করেছেন বলে স্বীকার করেন।
খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে সিংগিয়া ডোডাপাড়া গ্রাম থেকে শাহানাজ পারভীনকে গ্রেপ্তার করে পুলিশ।
শাহানাজ পারভীন সদরের জগন্নাথপুর ইউয়িনের সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর, ভিজিডি কার্ড, বয়স্ক, মাতৃত্বকালীন, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সরকারি অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল বলে জানায় সদর থানার ওসি তারভীরুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

বীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পীরগঞ্জে প্রতিবন্ধীদের নিয়ে গোলটেবিল বৈঠক

প্রস্তুত গোর-এ শহীদ ঈদগাহ ময়দান দিনাজপুরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়

রাণীশংকৈলে আগুনে পুড়েছে কৃষকের  বাড়ি

অন্য উপজেলা থেকে আত্মীয় স্বজনদের এনে প্রশিক্ষণ দিচ্ছিলেন পাট কর্মকর্তা

বন্ধুদের হাতে প্রাণ গেল মিলনের, কথিত প্রেমিকাসহ গ্রে-প্তার ৩

নবাবগঞ্জে মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

শোকাবহ আগস্টে হাবিপ্রবিতে মাসব্যাপী কর্মস‚চি গ্রহণ

বীরগঞ্জে ভোগডোমা আশ্রয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন