বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ ”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিবাদ্য কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন তার অফিস কক্ষে উপস্থিত সাংবাদিকদের মৎস্য সপ্তাহের বিস্তারিত কর্মসুচী উপস্থাপন করেন। এসময় সেতাবগঞ্জ প্রেসকলাবের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ আশিকুর ইসলাম, সদস্য মোঃ রাশেল ইসলামসহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ৩১ জুলাই বুধবার জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আফছার আলী।