শুক্রবার , ২৯ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক নেতা মরহুম ইদ্রীস আলীর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৯, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ

দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি,প্রেসক্লাবের সদস্য ও দৈনিক উত্তরা‘র বার্তা সম্পাদক মরহুম ইদ্রীস আলী‘র নামাজে জানাযা ও দাফন কার্য্য সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় দিনাজপুর প্রেসক্লাব চত্বরে সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি,প্রেসক্লাবের সদস্য ও দৈনিক উত্তরা‘র বার্তা সম্পাদক মরহুম ইদ্রীস আলী‘র প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালের নেতৃত্বে সাংবাদিকসহকর্মীরা মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এরপরে মরহুমের বালুবাড়িস্থ বিএড কলেজ মাঠে বাদ যোহর দ্বিতীয় জানাযা নামাজ শেষে শেখ জাহাঙ্গীর কবরস্থানে তার দাফন কার্য্য সম্পন্ন করা হয়েছে।
এসময় জানাযা নামাজ ও দাফন কার্য্যে পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ুব দুলাল, দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি ও নাগরিক কমিটির আহবায়ক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম,সদস্য মোসাদ্দেক হোসেন, জহির শাহ,রেজাউর রহমান হিরু, আব্দুস সাত্তার, জাতীয় পর্টি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল,জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারন সম্পাদক রহমতল্লাহ রহমত,আত্বীয়-স্বজন,বন্ধু,পাড়া-প্রতিবেশি ও সাংবাদিক সহকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।
এদিকে, দিনাজপুরের প্রবীণ সাংবাদিক মো. ইদ্রিস আলীর মৃত্যুতে দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোকাররম হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য,সাংবাদিক মরহুম ইদ্রীস আলী দীর্ঘদিন যাবৎ শারিরীকভাবে অসুস্থ্য ছিলেন। বুধবার হঠাৎ অসুস্থ্যতা বেড়ে গেলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর রাত ৩টা ৪০ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত