দিনাজপুর মেডিকেল কলেজের ডাঃ ইউসুফ আলী ছাত্রাবাস থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজের ডাঃ ইউসুফ আলী ছাত্রাবাসে অভিযান চালায় দিনাজপুর সদর থানার উপ-পরিদর্শক মোক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ।
এসময় ওই ছাত্রাবাসের টিভি রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে হাসুয়া, রামদা, পাইপ, রড ইত্যাদি।
অভিযানের সময় ওই ছাত্রাবাসের বিভিন্ন কক্ষের ছাত্ররা পুলিশকে অভিযানে সহযোগিতা করে। পরে এসব দেশীয় অস্ত্র থানায় নিয়ে যাওয়া হয়।
অভিযান পরিচালনাকারি সদর থানার উপপরিদর্শক মোক্তার হোসেন জানান,আবারো অভিযানের প্রয়োজন হলে আমাদের জানালে অভিযান পরিচালনা করবো।