আগামী ১৫ দিনের মধ্যে সিধু-কানু’র ভাস্কর্য পুনঃনির্মাণের আল্টিমেটাম জানিয়ে
দিনাজপুরে আদিবাসী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল,
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি
আগামী ১৫দিনের মধ্যে সিধু-কানু’র ভাস্কর্য পুনঃনির্মাণ কার্যক্রম শুরুর আল্টিমেটাম জানিয়েছে সমতলের সর্বস্তরের আদিবাসী ছাত্র-জনতাএ
গতকাল বুধবার দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এক প্রতিবাদ সমাবেশে আদিবাসীরা এই আল্টিমেটাম জানায়।
সমতলের সর্বস্তরের আদিবাসী ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ শেষে ৯দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে আদিবাসীরা।
সমাবেশ শুরুর আগে হাজার হাজার আদিবাসী চেহেলগাজী ঈদগাহ মাঠে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিলসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশ থেকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভ‚মি কমিশন গঠন, অন্তর্বর্তীকালীন সরকারে সমতলের আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ ও ভাস্কর্য ভাঙচুরসহ সারাদেশে আদিবাসীদের ঘরবাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ, জমি দখল এর ঘটনায় দোষীদের বিচারের দাবি জানানো হয়।
সমাবেশে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী ঈশ^র টুডু এর সভাপতিত্বে আল্টিমেটাম জানিয়ে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক,জাতীয় আদিবাসী পরিষদ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রবি হেমব্রম, প্রদীপ খালকো, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় থেকে মিখায়েল, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় থেকে লাপল কড়া, ইসলামী বিশ^বিদ্যালয় থেকে কুপুরাম হেমব্রম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী রিপন হে¤্রবম প্রমুখ।
এছাড়াও আদিবাসীদের বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিচিত্রা তির্কি, সভাপতি, জাতীয় আদিবাসী পরিষদ; নারায়ণ মার্ডী, আহŸায়ক, সাঁওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দোলন গবেষণা কেন্দ্র; আদিবাসী নারী নেত্রী বাসন্তী মুর্মু, মানিক সরকার মুর্মু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী মুক্তি মোর্চা; জন হেমব্রম, আদিবাসী সংস্কৃতি কর্মী; রিনা মুর্মু, সমন্বয়ক, বৈষম্য বিরোধী আন্দোলন, রংপুর; রবিন মার্ডী প্রমুখ।