দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর শামছুল হক মÐল নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৬টায় দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ওই আসামি সামসুল হক মন্ডল (৪৭) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় বদনা পূর্বপাড়া এলাকার মৃত মোজাম মন্ডলের ছেলে।
জেলা কারাগার সূত্রে জানা যায়, কয়েদি সামসুল হক মন্ডল বুধবার ভোর ৫টার দিকে অসুস্থ বোধ করলে তাঁকে দ্রæত দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৩০মিনিটে তিনি মারা যান। বর্তমানে তাঁর মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে রয়েছে। দিনাজপুর জেলা কারাগারে ডাকাতিসহ দুটি মামলায় সাজাপ্রাপ্ত এবং অপর একটি মামলায় বিচারাধীন কয়েদি ছিলেন। ২০২৪সালের ১৮জুন থেকে তিনি এই কারাগারে কয়েদি হিসেবে রয়েছেন।
দিনাজপুর কারাগারের জেল সুপার মো. মতিয়ার রহমান জানান, কয়েদি সামসুল হক মন্ডল বুধবার ভোর ৫টার দিকে অসুস্থ বোধ করলে তাকে দ্রæত দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৩০মিনিটে মৃত্যুবরণ করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।