শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে কালভার্ট যেন মরণ ফাঁদ,ঝুঁকি নিয়ে পারাপার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে একটি পাকা সড়কের কালভার্ট ভেঙে পড়ায় প্রতিনিয়ত চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েকটি গ্রামের মানুষসহ হাজার হাজার পথচারী। গত দুই মাস ধরে কালভার্টটি ভেঙ্গে পড়ে থাকলেও সংস্কারের উদ্যোগ নেয়নি কেউ। ওই কালভার্টের উপর দিয়ে অটোচার্জা, ভ্যান -রিকশা, টলি, ভটভটি, সিএনজি,ইজিবাইক ও মোটরসাইকেল ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে মাঝেমধ্যে ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও যেকোনো মুহূর্তে বড় কোন দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও কৃষকের উৎপাদিত ফসল আনা নেওয়া ও শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পাকা সড়কের ওপর নির্মিত কালভার্টের মধ্যভাগে ঢালাই ওঠে তৈরি হয়েছে বিশাল গর্ত। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কালভার্টটি বীরগঞ্জ থেকে গড়েয়া আঞ্চলিক সড়কের খামারখরিকাদাম স্কুল সংলগ্ন সড়কের উপর দিয়ে প্রতিদিন ছোট-বড় যানবাহন চলাচল করে থাকে। রাস্তার মধ্যভাগে গর্ত হওয়ায় এলাকাবাসীর কাছে মরণফাঁদে পরিণত হয়েছে ।
জানা যায়, উপজেলার মরিচা ইউনিয়নের খামারখড়িকাদাম বিদ্যালয় সংলগ্ন রাস্তায় নির্মিত কালভার্ট দিয়ে মরিচা, শিবরামপুর ও পলাশবাড়ী ইউনিয়নসহ ঠাকুরগাঁও জেলার গড়েয়ার কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত চলাচল করে। তবে কালভার্টটিতে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। ফলে এলাকাবাসীকে প্রয়োজনীয় কাজে উপজেলা সদরে যাতায়াত এবং রোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে।

এলাকার স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, প্রতিদিন সড়কটি ব্যবহার করে কয়েক হাজার মানুষ নিজ নিজ গন্তব্যে যায়। তবে ভারি যান চলাচলে এ রাস্তায় এখন গর্ত তৈরি হয়েছে। ফলে এখন সবার চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারপরও বেশ কিছু যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

সিএনজি চালক পুলিন রায় জানান, কালভার্ট ভেঙে যাওয়ায় চলাচল অনেকটা ঝুঁকিপূর্ণ হয়েছে। বর্তমানে এটি নাজুক অবস্থায় থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঝুঁকিপূর্ণ মনে করেই গাড়ি চালকদের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে যেতে হচ্ছে। তাছাড়া কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ভাঙা কালভার্টের উপর দিয়ে যানবাহনে যাতায়াত করছে। অনেক দিন ধরে ভাঙা থাকায় কালভার্টের ধসে যাওয়া অংশটি ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। ফলে, দিন দিন ঝুঁকি আরো বাড়ছে । ভাঙা কালভার্টে ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকলেও ওই গর্তে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

মরিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল জানান, বিপদজনক ওই কালভার্টের ওপর দিয়ে প্রতিনিয়ত যানবাহনসহ সাধারণ মানুষ চলাচল করে। এ কারণে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার সম্ভবনা রয়েছে। তাই তা দ্রুত সময়ে মেরামত করা প্রয়োজন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জিবরীল আহমেদ সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ইস্টেট ম্যান পাঠানো হয়ে অনুমোদন পেলে কালভার্টে মেরামতের কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পীরগঞ্জে অগ্নিকান্ডে ৯ দিন মজুরের বাড়ি ভস্মিভুত

পীরগঞ্জে অগ্নিকান্ডে ৯ দিন মজুরের বাড়ি ভস্মিভুত

পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের ফাউন্ডেশন কমিটি গঠন বিষয়ক কর্মশালা

হরিপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে ফাটল:পরিদর্শনে জেলা অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট

রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাজবাড়ি দূর্গাপূজা মন্ডপে রাজদেবোত্তর এস্টেটের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজিকে সংবর্ধনা

হিলিতে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা

রাণীশংকৈলে ভেঙ্গে যাওয়া কৃষকের স্বপ্ন বাস্তবায়নে সার বীজ বিতরণ

ঠাকুরগাঁওয়ে জয়নাল আবেদীন স্মরণসভা ও উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান

চিরিরবন্দরে নিখোঁজের একদিন  পর মিলল কৃষকের লাশ

চিরিরবন্দরে নিখোঁজের একদিন পর মিলল কৃষকের লাশ

ঠাকুরগাঁওয়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে কেমিস্ট্রি কার্নিভাল