জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি মানবিক, কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার মহতি উদ্যোগ কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। এই মানবিক এবং কল্যাণকর কর্মসূচির মধ্যে অন্যতম হচ্ছে ঠিকানাবিহীন, আশ্রয়হীন এবং গৃহহীন মানুষের জন্য আশ্রয়ণের ব্যবস্থা করা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিনত করতে শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ বাস্তবায়ন হচ্ছে। সকল ষড়যন্ত্র ও বাঁধা কাটিয়ে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে সাহসী নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে হুইপ বলেন, একমাত্র শেখ হাসিনাই পারে এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। দেশের উন্নয়ন শেখ হাসিনা ছাড়া সম্ভব নয়।
২১ জুলাই বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভুমিহীন ও গৃহহীনদের মাঝে আশ্রয়ন প্রকল্পের ২৬ হাজার ২২৯টি জমিসহ বাড়ী বিতরনের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে দিনাজপুর সদর উপজেলার ভুমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ ও জমির কবুলিয়ত হস্তান্তর অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
দিনাজপুর জেলা শিল্পকল্পা একাডেমী অডিটোরিয়ামে বাড়ী ও জমির কবুলিয়ত হস্তান্তর অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ বারিউল করিম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জো¯œা, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, কোতয়ালী ওসি মোঃ তানভিরুল ইসলাম প্রমুখ।
দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি জানান, দিনাজপুর জেলায় তৃতীয় পর্যায়ে এবার ২৭২৯টি পরিবারের মধ্যে অবশিষ্ট ৮৭৩ টি পরিবারকে জমিসহ নতুন ঘর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিনাজপুর সদরে ১৫০ জনকে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের গৃহ ও জমি।
বিরামপুর
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের বিরামপুর উপজেলায় বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর উপহারের ২৫টি পরিবারকে নতুন বাড়ির দলিলসহ বাড়ির চাবি হস্তন্তর করা হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৩য় পর্যায়ের ২য় ধাপে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরামপুর উপজেলা অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের পর দিওড় ইউনিয়নের গৃহহীন ২৩টি ও কাটলা ইউপিতে ২টি পরিবারকে নতুন বাড়ির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী বলেন, খুবই সুন্দর ভাবে বাড়ি নির্মাণ করা হচ্ছে যাতে গরিব গৃহহীনরা এই নতুন বাড়ি পেয়ে অতীতের ঘর না থাকার কষ্ট ভুলে যায়। আধাপাকা প্রতিটি গৃহ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫ শত টাকা । প্রতিটি গৃহ একই ধরণের। যেখানে আছে-দুইটি শয়ন কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, ও একটি বারান্দা । এসব গৃহ প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, এই আশ্রয়ণ প্রকল্পে ভ’মিহীন ও গৃহহীন পরিবার জায়গাসহ নতুন বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে।। এ ছাড়া কবুলিয়ত রেজিষ্ট্রিশন সর্ম্পূণ করা হয়েছে। এছাড়াও যত দ্রæত সম্ভব বিরামপুর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা যায় তার কাজ চলছে।
উপকার ভুগিদের মাঝে নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন উপজেলা রির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, থানার ওসি সুমন কুমার মহন্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
বীরগঞ্জ
২১ জুলাই সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী অফিসার মোছাঃ জিনাত রেহানা’র সভাপতিত্বে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় পর্যায়ে অত্র উপজেলায় বরাদ্দকৃত ২১০ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান, সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা আক্তার বৃষ্টি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউলাহ সহ অনেকে উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন পর্যায়ক্রমে এলাকার প্রতিটি গৃহহীন ভুমিহীন পরিবারকে পুনর্বাসিত করবেন মর্মে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি বদ্ধ।
খানসামা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৬ হাজার ২২৯টি ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়ন প্রকল্পের জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ সভাকক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে গৃহহীন পরিবারের মাঝে জমিসহ নির্মিত ঘর হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রদর্শনীর মাধ্যমে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে ভ‚মিহীন ও গৃহহীনদের বাড়ি উদ্বোধনের পর উপজেলার ভ‚মিহীন ও গৃহহীনদের জমির দলিল সহ বাড়ি হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও ইউএনও রাশিদা আক্তার। এর আগে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, সহকারী কমিশনার (ভ‚মি) মারুফ হাসান, ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও গৃহহীন পরিবারের সদস্যবৃন্দ।