দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের সাবেক সদস্য হরমুজ আলী, তার দুই ছেলে ও সহযোগীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেন এবং পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হংগর মোহাম্মদ ছেলে মৃত জলি মোহাম্মদ, মৃত কাদিম মোহাম্মদ, জমদ্দী, অসদ্দীর জমি দখল নেন একই এলাকার সাবেক ইউপি সদস্য হরমুজ আলী, তার দুই ছেলে মধু মিয়া (বর্তমান ইউপি সদস্য), ফজল মিয়া, সারাফাত আলী, মোস্তাক, বদং, নুরনবী, আজিজার, গোয়াল চান্দিয়া, শরিফা রানী, মহসীনসহ আওয়ামীলীগের সক্রিয় সদস্যরা। একই সাথে অসহায়, দরিদ্র মানুষের জমি দখল, হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন তারা।
এ ঘটনায় চিরিরবন্দর থানায় গিয়ে একটি সাধারণ ডায়ের করা হয়। ঘটনার সুষ্ঠুভাবে তদন্ত করে গ্রামবাসীর সমস্যার সমাধান ও জমি উদ্ধার করে দেওয়ার জন্য জোর অনুরোধ জানান তারা।