বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া সফর শেষ শুক্রবার বিকেলে বীরগঞ্জ পৌরসভার বাসিন্দা, দিনাজপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ছাত্রনেতা আবু হুসাইন বিপু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি জনাব মো: গোলাম সাব্বির সাত্তার।
এ সয়ম তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শেখ সিরাজ।
সম্মানিত ভিসি বীরগঞ্জে পৌছালে তাকে আওয়ামীলীগ নেতা ফরিদুল ইসলাম ফরিদ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদের নেতৃত্বে একদল নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানান।
সংক্ষিপ্ত যাত্রা বিরতিতে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ব্যপক উন্নয়নের কথা তুলে ধরে ভূঁয়সী প্রশংসা করেন এবং তার প্রিয় ছাত্র আবু হুসেইন বিপু’র সাফল্য কামনা করেন।
#রাজশাহী বিশ্ববিদ্যালয়