বিকাশ ঘোষ,দিনাজপুর প্রতিনিধি \ ২৩ সেপ্টেম্বর-২০২৪ সোমাবার বিকেলে দিনাজপুর শহরের বালুবাড়িস্থ পল্লীশ্রী’র ট্রেনিং সেন্টারে ডেমক্রেসিওয়াচ’র আস্থা প্রকল্পের বাস্তবায়নে জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন আস্থা প্রকল্পের আহবায়ক ও দৈনিক উত্তর বাংলা পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে ও আস্থা প্রকল্পের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর কামরুজ্জামান এর সঞ্চলনায় বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের যুগ্ম আহবায়ক তারেকুজ্জামান তারেক, আফসানা ইমু, মনিটরিং কো-অর্ডিনেটর ফয়সাল হাবীব, ক্লাস্টার কো-অর্ডিনেটর রেফায়েত আরা, লেখক ও সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, আস্থা প্রকল্পের সদস্য জিনাত রহমান, লায়লা চৌধুরী, শুক্লা কুন্ডু, মকিদ হায়দার শিপন, রুবিনা, হাসিবুর রহমান হিমেল, ফজলুল হক (শিক্ষক), নূরুল হক, বীরগঞ্জ উপজেলা আস্থা প্রকল্পের কমলা কান্ত হাসদা, পাবর্তীপুরের মো মাহফুজুর রহমান প্রমুখ। উক্ত ত্রৈমাসিক সভায় বর্তমান ও ভবিষ্যৎ বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।