বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথকভাবে তিন এলাকায় গতকাল ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বজ্রপাতে পিষ্ট হয়ে ১জন নিহত ও আহত ৭ জন।
নিহত আতাউর রহমান (২৩) উপজেলার আমজানখোর কালীবাড়ি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। আহতরা হলেন- আমজানখোর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের সুজন(২৫), সাকিবুল হাসান(১২), রিমান আলী (১১) ও রানা(১৩) এরা একই ঘটনায় আহত হয়। এদিকে পৃথকভাবে বেউরঝারী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রিক্তারা (৩৫) ও আব্দুস সামাদের স্ত্রী মেহেরুন (২৫), ও বড় বাড়ি ইউনিয়নের ফুলতলা গ্রামের সবুজ আলীর ছেলে ফয়সাল(৯) বজ্রপাতের পৃষ্ঠ হয়ে আহতরা বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার রায় ও বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।