সোমবার , ২৩ জুন ২০২৫ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর নাট্য সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২৩, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ

আলোচনা সভা, গুনিজন সম্মাননা প্রদান ও শিশুদের একক অভিনয়ে উৎসবমুখর পরিবেশে শতবর্ষী প্রতিষ্ঠান ‘দিনাজপুর নাট্য সমিতি’র ১শ ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২১ জুন ২০২৫) আষাঢ়ের বৃস্টি¯œাত সন্ধ্যায় দিনাজপুর নাট্য সমিতির নিজস্ব মিলনায়তনে সংগঠনের সভাপতি চিত্ত ঘোষ এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন শেষে স্বাগত বক্তব্য রাখেন নাট্য সমিতিরি সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু।
এরপর তিন জন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্য সমিতির সাবেক সভাপতি নুরুল হুদা (মরণোত্তর), র্দীঘ সময়ের সদস্য/ নির্দেশক শাহজাহান শাহ (মরণোত্তর) ও প্রবীন সদস্য অভিনয় শিল্পী প্রতুল চন্দ্র দাসকে নাট্য সমিতির সম্মাননা প্রদান করা হয়।
প্রয়াত নুরুল হুদার পক্ষে সম্মাননা গ্রহন করেন তার দ্বিতীয় পুত্র মরহুম ইস্কান্দার আজাদ রাজু’র সহধর্মিনী মঞ্জুয়ারা বেগম এবং কনিষ্ঠ পুত্র জুবাইরুল আজাদ টুলু। তাকে উত্তরীয় পড়িয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান নাট্য নির্দেশক মাহমুদুন্নবী নয়ন বার্টেল। প্রয়াত শাহজাহান শাহ’র পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার সহধর্মীনি সুরাইয়া শাহ। তাকে উত্তরীয় পড়িয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি সহিদুল ইসলাম। প্রতুল চন্দ্র দাসকে উত্তরীয় পড়িয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান নাট্যাধ্যক্ষ তরিকুল আলম। তিন জনকে সম্মাননা স্মারক তুলে দেন নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ ও সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু।
সম্মাননা প্রাপ্তদের পরিচিতি পাঠ করেন সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল মতিন সৈকত, পাঠাগার বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা পলি এবং কার্যকরি সদস্য মীর শিরীন আকতার পারভীন।
এরপর আলোচনা সভায় অংশ নেন সমিতি’র দীর্ঘদিনের সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান কামাল উদ্দিন বাচ্চু, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম, উদীচী দিনাজপুর জেলা সংসদের সহ-সভাপতি রবিউল আউয়াল খোকা, সাবেক শিক্ষক সফিকুল ইসলাম, সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি সহিদুল ইসলাম, আমাদের থিয়েটারের সভাপতি ড. মাসুদুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির অনুষ্ঠান সম্পাদক হারুন উর রশিদ।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নাট্য সমিতির পরিচালনা পরিষদের সহ-সাধারণ সম্পাদক শেখ ছগির আহাম্মদ কমল, নাট্য নির্দেশক তারিকুজ্জামান তারেকসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিশু শিল্পীদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে ….রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

বিদেশি শক্তি অথবা সন্ত্রাসী কায়দা ক্ষমতার উৎস হতে পারে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

টানা বৃষ্টিতে বেহাল দশা বীরগঞ্জের গ্রামীণ কাঁচা সড়কগুলো

বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন প্রচেষ্টা ব্লাড ব্যাংক

ফুলবাড়ীতে প্রতিবন্ধীকে হুইল চেয়ার  দিল ‘আমরা করব জয়’ সংগঠন

ফুলবাড়ীতে প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিল ‘আমরা করব জয়’ সংগঠন

দুই ইউপি চেয়ারম্যান ও সভাপতি-সম্পাদকসহ ফুলবাড়ী বিএনপির ১৩ নেতা আটক

বিরলে আলোচিত নৈশ্য প্রহরী খুঁনের ঘটনায় প্রধান আসামী সুবাসের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী

ঠাকুরগাঁওয়ে গৃহবধু ধর্ষনের অভিযোগে ইউপি সদস্য আটক

পীরগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে চিত্রাংঙ্কন প্রতিযোগিতা

পঞ্চগড়ে ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে ছাত্রদল কর্মীর মৃত্যু হত্যকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের